বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৮ মে ২০২১

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯টায় পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি ফেরি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছাড়া হয়।

এর পর থেকে সবগুলো ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠে পদ্মা। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল ও বুধবার (২৬ মে) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

jagonews24

বিআইডব্লিউটিসির বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চ চলাচলের অনুমতি এখনো পাওয়া যায়নি। তবে রাত থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, পদ্মার ঢেউ ও আবহাওয়া যাচাই করে শেষ রাত থেকে ছোট-বড়, মাঝারি সব ফেরিই স্বাভাবিকভাবে চলাচল করছে।

একেএম নাসিরুল হক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।