যাত্রীবেশে ট্রলার ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:২১ পিএম, ৩০ মে ২০২১

পদ্মানদীতে যাত্রীবেশে ট্রলার ভাড়া নিয়ে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে আহত ফয়সাল (৩৫) নামের এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এসময় জসিম (২৬) ও আব্দুল জলিল (৪২) নামের আরও দুই ছিনতাইকারীকে আটক করেছে মাওয়া নৌপুলিশ।

শনিবার (২৯মে) দিবাগত রাত সাড়ে ১১টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল ও আটক আব্দুল জলিলের বাড়ি মাধারীপুরের কালকিনি এলাকায়। অপর আটক জসিমের বাড়ি কুমিল্লা জেলার হোমনা এলাকায় বলে জানিয়েছে নৌপুলিশ।

এর আগে শনিবার দুপুরে পদ্মানদীর শরীয়তপুর পালের চরে এ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ১০টার দিকে লৌহজং শিমুলিয়াঘাট থেকে চার ছিনতাইকারী যাত্রী সেজে একটি ট্রলার ভাড়া করেন। ট্রলার নিয়ে তারা শরীয়তপুরের পালের চরে পৌঁছালে ট্রলারচালক আমিনুলের হাতমুখ বেঁধে চরে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ট্রলার চালকের আত্মচিৎকারে নদীতে থাকা জেলেরা তাকে উদ্ধার করেন ও তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন।

অপর একজন চরে পালিয়ে যান। খবর পেয়ে মাওয়া নৌপুলিশ তাদের আটক করে চিকিৎসার জন্য লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাতে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মারা যান। রোববার (৩০ মে) সকালে তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।