কাকলী ফার্নিচারের নামে ফেসবুকে ভুয়া পেজ-গ্রুপ, মালিকের জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ৩১ মে ২০২১

‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে বিজ্ঞপানের এই স্লোগান। মানুষের মুখে মুখেও শোনা যায় এটি। তাই প্রতিষ্ঠানটির ফার্নিচার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে মানুষের মাঝে। আর এ সুযোগে প্রতিষ্ঠানটির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক পেজ ও গ্রুপ খোলা হয়েছে।

এতে গ্রাহকরা প্রতারিত হতে পারেন ভেবে গাজীপুরের শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন কাকলী ফার্নিচারের মালিক এসএম সোহেল রানা।

সোমবার (৩১ মে) শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩০ মে) রাত ১১টায় কাকলী ফার্নিচারে মালিক জিডিটি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জিডিতে এসএম সোহেল রানা বলেন, ‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’ প্রতিষ্ঠানটি নেটিজেনদের কাছে বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। এরপর থেকে এই প্রতিষ্ঠানের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এর কারণে গ্রাহকরা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অজ্ঞাত অনেকে আমার প্রতিষ্ঠানের নাম এবং ছবি ব্যবহার করে আসছে। আমার জনপ্রিয়তা দেখে প্রতিষ্ঠানটির ক্ষতি করার লক্ষ্যে এ ঘটনা ঘটানো হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।