জেল থেকে নির্বাচিত, আবার জেলে থেকেই হারাচ্ছেন কাউন্সিলর পদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ৩১ মে ২০২১

জেলে বন্দি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। প্যারোলে মুক্তি নিয়ে শপথও নেন। কিন্তু দ্বায়িত্ব পালন করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জেলে থেকেই হারাচ্ছেন কাউন্সিলর পদ।

ঘটনাটি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের। এই ওয়ার্ডে ফের উপ-নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডটির নির্বাচিত কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা একটি প্রতারণা মামলায় জেলা কারাগারে কারাদণ্ড ভোগ করছেন। এজন্য পৌরসভার কর্মপরিষদের পর পর তিনটি মাসিক সভায় তিনি অনুপস্থিত। এতে করে স্থানীয় সরকার আইনে ওয়ার্ডটির কাউন্সিলর পদটি শূন্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এমনটি হলে মাত্র কয়েক মাসের মধ্যে কাউন্সিলর পদে তিনবার ভোট দিতে হতে পারে স্থানীয় ভোটারদের।

গত জানুয়ারি মাসের ১৬ তারিখে সারাদেশে দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনে বোয়ালমারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনিয়ে আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে জেলে থেকে সাতজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ৯৩৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মোল্যা।

জানতে চাইলে বোয়ালমারী পৌরমেয়র সেলিম রেজা লিপন জানান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যাকে বারবার চিঠি দেয়া হয়েছে। তারপরও তিনটি মাসিক সভায় তিনি অনুপস্থিত। বিষয়টি স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২ এর উপধারা ১ এর (ক) ও (খ) অনুচ্ছেদের আলোকে মন্ত্রাণালয়কে চিঠি দিয়ে অবগত করা হবে। স্থানীয় সরকার মন্ত্রাণালয় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।