দায়িত্বরত অবস্থায় মারা গেলেন এসআই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০১ জুন ২০২১

পটুয়াখালীর মহিপুরে দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইদুর রহমান (৪৩) নামের এক পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সকাল ৯টায় মহিপুরের নিজ ভাড়া বাসায় তার মৃত্যু হয়।

মৃত সাইদুর বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে।

মহিপুর থানার ওসি-তদন্ত খোন্দকার আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৩১ মে) সকাল থেকে থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন এসআই সাইদুর রহমান। মঙ্গলবার সকালে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যান। পরে বাসায় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী জানান, মহিপুর থানায় জানাজা শেষে মরদেহ পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হবে। সেখানে তাকে গার্ড অব ওনার প্রদান করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।