বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১২
বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বগুড়া সদরের খোরশেদ আলম (৬০) ও কাহালু উপজেলার মইন উদ্দিন(৮০)।
খোরশেদ টিএমএসএস হাসপাতালে ও মইন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯টি নমুনায় ৯ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ছয়টি নমুনায় চারজন পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরে ৯, আদমদীঘিতে ২ ও বাকি একজন শেরপুরের।
এএইচ/জিকেএস