বাবার সঙ্গে বের হয়ে লাশ হয়ে ফিরল শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০২ জুন ২০২১
ফাইল ছবি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পকিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় স্বর্ণা মণ্ডল (১০) নামের এক শিশু নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদের পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ জুন) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মালবাহী ট্রলি বা চালককে আটক করা যায়নি।

নিহত স্বর্ণা গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকার কার্তিক মণ্ডলের মেয়ে।

আহতরা হলেন, শিশুর বাবা কার্তিক মণ্ডল ও অজ্ঞাত এক মোটরসাইকেল চালক।

পুলিশ জানায়, গলাচিপা থেকে ভাড়া করা মোটরসাইকেলে কার্তিক তার মেয়েকে নিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার বসাক মাদারবুনিয়া ইউনিয়নের পকিয়া নামক স্থানে পৌঁছালে ট্রলির চাপায় শিশু স্বর্না নিহত হয়। এসময় কার্তিক ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ট্রলিচাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় দু’জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত মোটরসাইকেল চালকের নাম জানা যায়নি।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।