নারায়ণগঞ্জে দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৭ জুন ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জে দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী মাসুদ রানা।

গ্রেফতাররা হলেন- মিঠু চন্দ্র দাস (৩৮) ও আবু চন্দ্র সুত্রধার (৪৫)। তারা নগরীর বাপ্পী চত্বর এলাকার কার্তিকের ছেলে ও মৃত পশুরাম চন্দ্র সুত্রধার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ৪ জুন রাত সাড়ে ১০টায় ওই নারীকে কাজের কথা বলে শহরের নিমতলী তার থাই গ্লাসের দোকানে আসতে বলেন মিঠু। রাত ১১টায় দোকানে গেলে মিঠু ও তার সহযোগী মিলে তাকে নিমতলী এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। রাত ২টার অসুস্থ অবস্থায় ওই নারীকে বিল্ডিংয়ের নিচে ফেলে রেখে চলে যান তারা।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী কিছুটা সুস্থ হয়ে রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে মামলা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী মাসুদ বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পর দুজনকেই গ্রেফতার করেছি। আসামিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়।’

মো. শাহাদাত হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।