বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৮ জুন ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ জুন) আহ্বায়ক কমিটির চিঠি হস্তান্তর করা হয়।

কমিটিতে সঞ্জয় কুমার সাহাকে আহ্বায়ক ও জাকির হোসেন চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে। শেখ দেলোয়ার হোসেনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং মো. ইউসুফ আহম্মেদ, শেখ শাহিনুজ্জামান শাহিন, মো. বরকত মোল্লা, মো. আবুল হাসান আবু, মো. লুৎফর রহমান বিশ্বাস, ইসমাইল হোসেন মেম্বারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

রোববার (৬ জুন) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ স্বাক্ষরিত বোয়ালমারী উপজেলা কমিটির অনুমোদন দেন। তবে ইউনিয়ন, উপজেলা কমিটির সম্মেলন কিংবা এ কমিটির মেয়াদকাল এবং কোনো নির্দেশনা উল্লেখ করা হয়নি।

কমিটির ২৬ সদস্য হলেন সোহরাব উদ্দিন, দেলোয়ার শিকদার, আবু হেনা, মিন্টু মিয়া, হাসিবুজ্জামান শাহীন, নাজিমুদ্দিন মোল্লা, হান্নান মিয়া, আলমগীর মোল্যা, রবিউল ইসলাম, ফিরোজ মোল্লা, তারা মিয়া, শেখ নাজমুল হাসান, নাহিদ মোল্লা রাজু, সোহেল আহমেদ মোল্যা, রবিউল ইসলাম, ফিরোজ মোল্যা, ইয়াসিন ফকির, মনোয়ার হোসেন, হান্নান মিয়া, কাজী মোজাফফর আলী, আলামিন, শাহজাহান মোল্লা, রফিক হোসেন, রাজু খান, জাপান আলী ও মনিরুল সরদার।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ নভেম্বর সংগঠনটির এক কর্মীসভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রান্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ ঘটনায় তখন দলটির বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। জেলা কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পাল্টা প্রতিনিধি এবং কর্মীসভা করা হয়। আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি জুলফিকার হোসেন জুয়েলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলও উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ভেঙে দেয়ার ঘোষণা দেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।