রামেকের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৯ জুন ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন মারা গেছেন করোনায়।

বুধবার (৯ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আট জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যায়।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, করোনা সংক্রমণে মৃত চারজনের মধ্যে তিনজন রাজশাহী ও বাকি একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মৃত চারজনের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ ও বাকি একজন রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

ফয়সাল আহমেদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।