বেনাপোলে ফের লকডাউন বাড়ল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২২ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণের হার না কমায় বেনাপোলসহ শার্শা উপজেলায় ২৩ জুন থেকে আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২২ জুন) শর্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত উপজেলায় আরও এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছিল।

শারমিন মিথি বলেন, লকডাউনে কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় দোকান ও মুদি দোকান সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। আন্তঃজেলা বাস-ট্রেনসহ সব ধরনের গণ পরিবহন বন্ধ থাকবে। এছাড়াও সব ধরনের গণ জমায়েত, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের নমুনা পরীক্ষায় উপজেলায় ২৯ জন করোনা পজিটিভ হয়েছেন। এরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।