বাঘাইছড়িতে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদে সওজের আল্টিমেটাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৭ জুলাই ২০২১
ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

বাঘাইছড়ি পৌরসভার চৌমুহনী শাপলা চত্বরে সড়কের দুই পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান মালিককে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই নোটিশ ও মৌখিক নির্দেশনা দেন।

নোটিশে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় গুঁড়িয়ে দেয়া হবে। দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি স্থাপনা উচ্ছেদ খরচও আদায় করা হবে।

সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘নতুন সেতু তৈরি ও সড়ক বর্ধিত করার জন্য সড়কের এসব জমি অনতিবিলম্বে উদ্ধার করা হবে। আমরা এখন নোটিশ দিয়ে সতর্ক করছি। এতে কাজ না হলে আইন প্রয়োগ করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, সড়কের ওপর অনেক অবৈধ স্থাপনা আছে। সড়ক বিভাগ সহযোগিতা চাইলে সহায়তা করা হবে।

শংকর হোড়/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।