রাঙ্গা‌মাটিতে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গা‌মাটি
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৯ জুলাই ২০২১
ফাইল ছবি

রাঙ্গামা‌টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফা‌তেমা তুজ জোহরা উপমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বি‌কেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফা‌তেমা তুজ জোহরা উপমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফা‌তেমা তুজ জোহরা উপমার সরকারি নম্বরটি ক্লোন করে প্রতারক চক্র জীবতলী ইউপি চেয়ারম্যান সুদত্ত কার্বারীকে উন্নয়ন প্রক‌ল্পের জন্য পাঁচ হাজার টাকা বিকাশ করতে বলেন। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ইউএনওর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন চেয়ারম্যান। পরে ক্লোনের বিষয়টি ধরা পড়ে।

জীবতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুদত্ত কার্বারী ব‌লেন, বিকেল ৪টা ২৫ মি‌নি‌টে আমার নম্বরে একটি কল আসে। কল রি‌সিভ ক‌রলে ম‌হিলা ক‌ন্ঠে একজন ব‌লেন, আপনার ইউনিয়নের জন্য ডি‌সি অফি‌সে প্রায় ১৮ লাখ টাকা প্রকল্প বরাদ্দ র‌য়ে‌ছে। এর জন্য পাঁচহাজার টাকা দি‌তে হ‌বে। এক‌টি বিকাশ নম্বর দি‌য়ে সেখানে টাকা পাঠাতে বলেন। বিষয়‌টি স‌ন্দেহ হলে ইউএনওকে বিষয়টি অবহিত করি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফা‌তেমা তুজ জোহরা উপমা বলেন, বিষয়টি স্পর্শকাতর বিধায় কোতয়ালী থানাসহ সকলকে অবহিত করা হয়েছে।

শংকর হোড়/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।