ধুনটে অস্ত্র-মাদকসহ ২২ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৯ জুলাই ২০২১

বগুড়ার ধুনটে অস্ত্র-মাদকসহ ২২ মামলার আসামি লস্কর প্রামাণিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) দিনগত রাতে উপজেলার বেড়েরবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বগুড়া সদর, শাহাজাহানপুর, নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় লস্কর প্রামাণিকের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ প্রায় ২২টি মামলা রয়েছে। এসব মামলায় লস্কর প্রামাণিক একাধিকবার গ্রেফতারও হন। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে লস্করকে বাড়ি থেকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় পুলিশ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আরএইচ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।