রাঙ্গামাটিতে ফের শুরু টিকাদান কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১০ জুলাই ২০২১

রাঙ্গামাটিতে প্রায় দুই মাস পরে ফের শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এদিন টিকাকেন্দ্রে দেখা যায় মানুষের উপচেপড়া ভিড়। তবে করোনার ঊর্ধ্বমুখী এ পরিস্থিতিতে সেখানে অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

শনিবার (১০ জুলাই) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।

টিকা গ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। তবে কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই টিকাকেন্দ্র বাড়ানোর দাবি জানান তারা।

jagonews24

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, আবারও টিকাদান কর্মসূচি চালু করেছি। শনিবার থেকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। যারা এ টিকা নিচ্ছেন তারা একমাস পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, এখন পর্যন্ত জেলায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৪১ হাজার মানুষ। নতুন করে আরও টিকা আসলে উপজেলা পর্যায়েও এ কার্যক্রম শুরু করা হবে।

শংকর হোড়/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।