চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১১ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে কালু কর্মকার (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বেলাল হোসেন (৩৬) নামের আরও এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

রোববার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার অগ্রণী ব‌্যাংকের বারঘোরিয়া শাখায় এ ঘটনা ঘটে।

নিহত কালু কর্মকার সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজারের এলাকার বাসিন্দা। এ ঘটনায় অসুস্থ ব্যক্তি রাজশাহী ৪ নম্বর আনসার ব্যাটলিয়নের সদস্য বেলাল হোসেন।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের অগ্রণী ব্যাংকের বারঘোরিয়া শাখার বিল্ডিংয়ে নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে পড়ে যান এক শ্রমিক। এ সময় ব্যাংকের চেকপোস্টের ডিউটিরত আনসার সদস্য বেলাল তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও ট্যাংকিতে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সেপটিক ট্যাংকে পড়ে একজন মারা গেছেন ও অসুস্থ আনসার সদস্য বেলাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ায় বর্তমানে সুস্থ রয়েছেন। শ্রমিকের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সোহান মাহমুদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।