পদ্মায় মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:১০ এএম, ১৪ জুলাই ২০২১

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে রায়হান হোসেন (৩০) নামে এক যুবক তলিয়ে গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় পদ্মা নদীর সাঁড়া ইউনিয়নের শেখেরচক এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানিয়েছে, রায়হান হোসেন হয়তো আর বেঁচে নেই। নিখোঁজ যুবক ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের শেখেরচক গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় বাসিন্দা আলফাজ উদ্দিন জানান, রায়হান ডিঙি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে নদীর ঢেউয়ে ডিঙ্গি নৌকা উল্টে রায়হান নদীতে পড়ে ডুবে যান।

jagonews24

ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আরিফুর রহমান বুধবার (১৪ জুলাই) সকালে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের ছয় সদস্যর একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এরপর খবর দেয়া রাজশাহীর ডুবুরি দলকে। বিকেল ৪টার দিকে রাজশাহী থেকে তিনজন ডুবুরি এসে উদ্ধার অভিযান শুরু করেন।

ডুবুরি দলের নেতৃত্ব দানকারী নূরন্নবী বুধবার সকালে বলেন, নদীতে এখন এত স্রোত যে তাদের টিমের সদস্যরা নিচে নেমে নির্দিষ্ট কোনো জায়গাতেই পৌঁছাতে পারছিলেন না। এরপরও তারা রাত ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়ে যান।

তিনি স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, এর আগে নদীর এসব জায়গায় যারা নিখোঁজ হয়েছিলেন পরে তাদের ভাটিতে ভাসমান মরদেহ পাওয়া গিয়েছিল।

jagonews24

তিনি বলেন, ফায়ার সার্ভিস, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি সবাই একমত হওয়ার পর রাত ৯টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ডুবুরি দলের নেতৃত্ব দানকারী নূরন্নবী আরও বলেন, তাদের ধারণা ওই যুবক হয়ত আর বেঁচে নেই। তার মরদেহ পরে ভাটি এলাকায় পাওয়া যেতে পারে।

আমিন ইসলাম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।