শিবগঞ্জে ৭৫ হাজার ভারতীয় সিগারেটসহসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৪ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৫ হাজার ভারতীয় সিগারেটসহ সমন আলী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. তৈফুর আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা সালাহ্উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী গ্রামের জনৈক আজিজ আহম্মেদের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৭৫ হাজার ভারতীয় সিগারেটসহ মো. সুমন আলীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।