‘রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ভ্যাকসিন ছাড়া কেউ কাজ করতে পারবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৪ জুলাই ২০২১

ভ্যাকসিন গ্রহণ ছাড়া রূপপুর বিদ্যুৎ প্রকল্পে নতুন কোনও বিদেশি কর্মীকে কাজ করতে দেয়া হবে না বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

বুধবার (১৪ জুলাই) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে সংশ্লিষ্টদের কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন প্রদান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে দেশের সবচেয়ে বড় প্রকল্পের সব শ্রমিক ও কর্মচারীদের টিকার আওতায় আনা হবে।

ruppur2

মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম, প্রকল্পে কর্মরত শতাধিক বাংলাদেশি কর্মকর্তাদের জন্য রাশিয়ান ভ্যাকসিন উপহার দিয়েছেন। রুশ নাগরিক ছাড়াও রূপপুর পারমাণবিক প্ল্যান্টে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও কর্মকর্তাদের রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি দেয়া হবে।

মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, দেশে কোভিড পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। তাই এ সময় দেশের এ মেগা প্রকল্পের শ্রমিকদের সুরক্ষার জন্য টিকা কার্যক্রম জোরদার করেছে সরকার। প্রকল্পে বিপুল পরিমাণ শ্রমিক বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছে, সব প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের মহামারীতে সুরক্ষার জন্য ভ্যাকসিন দিতে বলা হয়েছে।

ruppur2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎক্ন্দ্রে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সৈকত আকবর জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতিদিন প্রায় ২৫ হাজার স্থানীয় কর্মীসহ ৩০ হাজার শ্রমিক কাজ করছেন। আমরা প্রতিদিন দু’বার কর্মীদের স্বাস্থ্যের উপরে নজর রাখছি।

উল্লেখ্য, গত সপ্তাহে রূপপুর প্রকল্পে কর্মরত এক রাশিয়ান শ্রমিক মারা গেছেন। এখানে ২৩১ জন রাশিয়ান শ্রমিক করোনায় আক্রান্ত হন। এছাড়া কয়েক'শ স্থানীয় কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আমিন ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।