নিজের অস্ত্রের গুলিতে কনস্টেবলের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৫ জুলাই ২০২১

রাঙ্গামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র (থ্রি নট থ্রি রাইফেল) দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তার নাম কাইয়ুম সরকার (৩৪)। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের শিফটে ডিউটি করার জন্য অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনা ঘটান।

রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছ্ছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ কনস্টেবল কাইয়ুম সরকার পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন।

পুলিশ সুপার আরও জানান, তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

শংকর হোড়/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।