কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১১:১২ এএম, ১৬ জুলাই ২০২১
ফাইল ছবি

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৬ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে বর্তমানে ২৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২১৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬১ জন।

ডা. এম এ মোমেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬১ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১০২ জন, দৌলতপুরে ৪৫ জন, কুমারখালীতে আটজন, ভেড়ামারায় ২৬ জন, মিরপুরে ১৬ জন ও খোকসা উপজেলায় ছয়জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৬৭৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৫ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮০ জনে।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।