করোনা : ফরিদপুরে আরও ২১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৭ জুলাই ২০২১

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শনিবার (১৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালটিতে ৪০৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে। এতে সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্সদের।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৭৩ শতাংশ।

জেলা এ পর্যন্ত ১৫ হাজার ৬৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।