ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যাত্রী-গাড়ির চাপ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০১ আগস্ট ২০২১

রফতানিমুখী শিল্পের শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে স্বল্প সময়ের জন্য গণপরিবহন খুলে দিয়েছে সরকার। তবে গণপরিবহন চালু হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও গাড়ির কোনো চাপ নেই।

রোববার (১ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টার বন্ধ রয়েছে। অল্প কিছু কাউন্টার খোলা থাকলেও সেখানে কর্মীরা বসে অলস সময় কাটাচ্ছেন। যেসব বাস চলছে সেগুলোতে বাসের হেলপাররা ডাকাডাকি করলেও যাত্রী পাচ্ছে না।

তাছাড়া অন্যান্য দিনগুলোর মতো যাত্রীদেরও কোনো ভিড় দেখা যায়নি।

jagonews24

শিমরাইল মোড়ে চট্টগ্রামগামী লিমন পরিবহনের হেলপার রুহুল আমিন জানান, কম সময়ের জন্য বাস খোলা। তেমন যাত্রী নেই। দেখতেই পাচ্ছেন, কতোক্ষণ ধরে ডাকছি, যাত্রী পাচ্ছি না।

সাইনবোর্ড মোড়ে ঈশিতা পরিবহনের চালক রবিউল ইসলাম বলেন, ‘বেশিরভাগ যাত্রী এখন ঢাকামুখী। কারণ সবাই চাকরির জন্য ঢাকা আইতাছে। এর জন্য চট্টগ্রামমুখী তেমন কোনো যাত্রী নাই।’

শিমরাইল মোড়ে মনোহরদী পরিবহনের হেলপার হাসানুল হক বলেন, ‘অনেক সময় ধইরা বইয়া আছি। আজকে ডাকাডাকি কইরাও যাত্রী পাইতাছি না। অন্য সময়ে এতো ডাকা লাগে না।’

jagonews24

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘রাস্তাঘাট ফাঁকা রয়েছে। হাইওয়ে হেডকোয়ার্টার থেকে নির্দেশনা আসলেই গণপরিবহন বন্ধে পুলিশ তৎপর হবে।’

এস কে শাওন/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।