র‌্যাবের অভিযানে নগদ টাকাসহ ১০ চাঁদাবাজ আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০১ আগস্ট ২০২১

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ১০ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকেল ৪টায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. লিটন হাওলাদার (৩৫), মো. আলতাফ হোসেন খোকন (৩০), মো. আরিফুল ইসলাম আরিফ (২৪), মো. এরশাদ (৩৫), মো. ফয়সাল আহম্মেদ (২৫), মো. হযরত আলী (৩০), মো. আবুল হাসেম শেখ (৩২), মো. জহির (৩৫), মো. নূর ইসলাম লিসন (২৮) এবং মো. রতন (২৮)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের হুমকি দিয়ে জোরপূর্বক পরিবহনপ্রতি দৈনিক চাঁদা আদায় করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস কে শাওন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।