ময়মনসিংহে করোনায় আরও ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১১:২৮ এএম, ০৩ আগস্ট ২০২১

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৪৮ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা সিভির সার্জন জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।

jagonews24

সিভিল সার্জন জানান, মুক্তাগাছা ও ত্রিশালে দুইজন করে মারা গেছেন। এছাড়া সদর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট এবং ধোবাউড়ায় একজন করে করোনায় মারা গেছেন।

নতুন করে আক্রান্ত হওয়াদের মধ্যে সদরে ২২৪, নান্দাইলে ১০, ঈশ্বরগঞ্জে পাঁচ, গৌরিপুরে ১৮, মুক্তাগাছায় ৫১, ফুলবাড়িয়ায় ১০, গফরগাঁওয়ে ১২, ভালুকায় ৩৫, ত্রিশালে ২০, ফুলপুরে ৩৩, তারাকান্দায় সাত, হালুয়াঘাটে ১৬, ধোবাউড়ায় সাতজন রয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।