চাঁদপুর জেনারেল হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু
চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুইজন ও বাকি ছয়জন উপসর্গে নিয়ে মারা গেছেন।
শুক্রবার (৬ আগস্ট) হাসপাতালে করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- কুলসুমা (৫৫), সাজেদা বেগম (৭০)। অন্যদিকে উপসর্গে রেজিয়া বেগম (৯০), মর্জিনা বেগম (৩৫), লোকমান হোসেন (৬২), জাহানারা বেগম (৫৬), খালেদা (৪৫) ও দেলোয়ার হোসেন (৪৫) মারা গেছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৭০ জন, ফরিদগঞ্জে ২৮ জন, মতলব দক্ষিণে ১২ জন, শাহরাস্তিতে ২৫ জন, হাজীগঞ্জে ২৫ জন, হাইমচরে চারজন, মতলব উত্তরে ১৩ জন ও কচুয়ায় ১০ জন।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম