সরাইলে আধাঘণ্টায় দুই ডোজ টিকা নিলেন এক নারী!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধাঘণ্টার ব্যবধানে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন এক নারী। শনিবার (৭ আগস্ট) দুপুরে গণটিকা প্রদান ক্যাম্পেইন চলাকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দুই ডোজ টিকা নেয়া ওই নারীর নাম রোজিনা বেগম (৩৮)। তিনি উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।

ভুক্তভোগী রোজিনা বেগমের স্বামী মুসলিম সাংবাদিকদের জানান, সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও ইউনিয়নভিত্তিক করোনার টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার দুপুরের দিকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন রোজিনা বেগম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নেন তিনি। এরপর টিকাকার্ডের জন্য কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন। প্রায় আধাঘণ্টা পর টিকাদানকর্মী আফরিন সুলতানা এসে আবারো রোজিনাকে টিকা দেন।

রোজিনার স্বামী আরও জানান, দুই ডোজ টিকা নেয়ার পর এখন পর্যন্ত রোজিনার শারীরিক কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তীতে কোনো সমস্যা হয় কি-না সেই দুশ্চিন্তায় আছেন মুসলিম।

বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া অন্নদা উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে যান।

এ বিষয়ে ডা. নোমান মিয়া বলেন, প্রথমে একবার টিকা নিয়ে রোজিনা চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন, তিনি টিকা কার্ড ফেলে গেছেন। তখন টিকাদানকর্মী আফরিন তাকে টিকা নিয়েছেন কিনা জিজ্ঞেস করলে তিনি নেননি বলে জানান। সেজন্য ওই টিকাদানকর্মী তাকে টিকা দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, টিকা নেয়ার পর ওই নারী চলে যাওয়ায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন বলে তিনি জানান।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।