খুলনা বিভাগে একদিনে আরও ২৫ জনের মৃত্যু
খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৫৭ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ও ঝিনাইদহে পাঁচজন করে; যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুইজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।
এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ এক হাজার ১৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭০৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।
আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস