ফরিদপুরে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১১ আগস্ট ২০২১
ফাইল ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত-উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আট এবং উপসর্গে পাঁচজন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৫৩ জন।

বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত ১৩ জনের মধ্যে ফরিদপুরে ৯, রাজবাড়ীতে ৩ এবং মাগুরার একজন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, পিসিআর ল্যাবে শনাক্ত ১৫৭ জনের মধ্যে ভাঙায় ১৭, বোয়ালমারীতে ২, নগরকান্দায় ৭, মধুখালীতে ১৪, সদরপুরে ৩৫, চরভদ্রাসনে ১১, সালথা ২ এবং ফরিদপুর সদরে ৬৯ জন রয়েছেন। বাকি আটজন শনাক্ত হয়েছেন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (১১ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৬১ জন। এরমধ্যে শনাক্ত রোগী ১৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ জন।

এন কে বি নয়ন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।