গাজীপুরে আগুনে পুড়ল ১২ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:২১ এএম, ১২ আগস্ট ২০২১

গাজীপুরের শ্রীপুরে আগুনে বসতবাড়ির ১২টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়ভাবে জানা গেছে, অবৈধ গ্যাসলাইন সংযোগ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলের সামনে আবুল কাশেমের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ১২টির মতো আধাপাকা টিনশেড ঘর তৈরি করে স্থানীয় কারখানার শ্রমিকদের ভাড়া দিয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়ার কিছু সময় পর তিনি আগুন লাগার খবর পান। মুহূর্তেই আগুন বাড়ির ১২টি কক্ষেই ছড়িয়ে পড়ে। পরে তিনি ঘটনাস্থলে এসে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিক আগুন লাগান কারণ জানাতে পারেননি তিনি।

jagonews24

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আগুনে পুড়ে যাওয়া বাড়ির এক ভাড়াটিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িটিসহ আশপাশের সব বাড়িতেই অবৈধ গ্যাস সংযোগ ছিল। ভোরে অবৈধ গ্যাস সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পরপরই আশপাশের বাড়িগুলো থেকে অবৈধ গ্যাস সংযোগ খুলে নিচ্ছেন বাড়ির মালিকরা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মো. আমিনুল ইসলাম/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।