গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বন্ধ
গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, বেলা সাড়ে ১১টায় ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মো. আমিনুল ইসলাম/এএইচ/এমকেএইচ