বরিশাল বিভাগে আক্রান্ত-উপসর্গে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৩ আগস্ট ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন আক্রান্ত এবং চারজন উপসর্ঘে ভুগছিলেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে পটুয়াখালীতে তিন, বরিশালে দুই, ভোলায় দুই, পিরোজপুরে একজন এবং বরগুনার একজন রয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে আক্রান্ত এক ও চারজনের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ৯৮৬ নমুনা পরীক্ষায় ৪৭৩ জন পজিটিভ হয়েছেন।

সাইফ আমীন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।