সিলেট বিভাগে একদিনে আরও ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিলেটে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটের ১২ এবং মৌলভীবাজারের একজন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬০ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জনসহ সিলেটে শনাক্ত হয়েছেন ২৫৬ জন। এছাড়া সুনামগঞ্জের ৩২, মৌলভীবাজারের ৫২ ও হবিগঞ্জের ৬৫ জন রয়েছেন।

রোববার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সিলেটে ৯৮৯ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪৭৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট ৮৯৭ জন মারা গেছেন। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জনসহ সিলেট জেলায় মারা গেছেন সর্বোচ্চ ৬৫৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৬১, মৌলভীবাজারে ৬৮ ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন। আর করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৪৮ হাজার ৯১২ জন।

ছামির মাহমুদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।