রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফেরিওয়ালার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৬ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৩৫) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কলেজ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগরের মনু মিয়ার ছেলে ও পেশায় ফেরিওয়ালা ছিলেন। এ ঘটনায় অজ্ঞাত আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, শাহাবুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শহরে থেকে বিভিন্ন ধরনের আচার-ভর্তা বিক্রয় করতেন। রোববার রাতে শহর থেকে রিকশায় আনারস নিয়ে কাউতুলীর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। রিকশা চালক ট্রেন আসার বিষয়টি খেয়াল না করেই রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় রিকশাটি ছিটকে পড়ে।

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দিনসহ আরও একজনকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাহাবুদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।