সিলেট বিভাগে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যা কমেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৬ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩৫৯ জন।

এর আগের দিন রোববার (১৫ আগস্ট) করোনায় ১৩ জন মারা যান আর শনাক্ত হয়েছিলেন ৪৬০ জন।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্য ৩৫৯ জন পজিটিভ শনাক্ত হন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৯১ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৪৮ জন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

সব মিলিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৯০২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ২৭১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৩৭ জন।

ছামির মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।