সিরাজগঞ্জে ট্যাংকলড়ি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের গাড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদেরপরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান আলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্যাংকলরি সিএনজি দুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই সিএনজি যাত্রী নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। পরে স্থানীয়রা তাদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।