সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:২৩ এএম, ২২ আগস্ট ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে ১ কেজি হেরোইনসহ দুই ‘শীর্ষ’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন ৯ নম্বর ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতারকরা হয়।

গ্রেফতার দুজন হলেন- রাজশাহী জেলার দূর্গাপর থানার বর্ধনপুর এলাকার মৃত জব্বার মোল্লার ছেলে মো. আলতাফ মোল্লা (৪০) ও আব্দুস সোবহান মণ্ডলের ছেলে মো. জয়নাল (৩৬)।

jagonews24

র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান জানান, এক হাজার ৭০ গ্রাম হেরোইনসহ আলতাব ও জয়নালকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল এবং নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।

jagonews24

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার বিভিন্ন এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন তারা। মামলা দায়ের করে গ্রেফতার দুজনকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।