সওজ’র জমিতে বালুর ব্যবসা ও দোকান ঘর নির্মাণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৩ আগস্ট ২০২১

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে বালুর ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা শান্ত তরফদারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলারামপুর যশোহর মূল রাস্তার পাশে একটি মসজিদ ছিল। রাস্তা প্রশস্ত করাতে সম্প্রতি মসজিদটি ভেঙে ফেলা হয়। এলাকাবাসী মসজিদটি আবারও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মসজিদ নির্মাণের বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন। এছাড়া দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা করে আসছেন তিনি।

সরকারি জমি দখল করে বালুর ব্যবসা ও পাকা দোকানঘর নির্মাণের বিষয়ে শান্ত তরফদার বলেন, আমি আমার জায়গায় বালুর ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণ করেছি। সরকারি কোনো জমি দখল করিনি।

এ বিষয়ে নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ এম আতিক উল্লাহ’র সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার কাছে এ বিষয়ে লিখিতভাবে কেউ কিছু জানায়নি। বিষয়টি খোঁজ-খবর নিচ্ছি। যদি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কেউ বালুর ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণ করে থাকে, তাহলে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

হাফিজুল নিলু/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।