কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২১

কিশোরগঞ্জের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আবু হানিফ হাছু (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ আগস্ট) ভোরে বিন্নাটি ইউনিয়নের দনাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাছু কিশোরগঞ্জের হারুয়া এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দনাইল এলাকার লোকজনের সঙ্গে আবু হানিফের বিরোধ চলে আসছিলো। শুক্রবার ভোরে লোকজনসহ ওই গেলে হাছুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহত আবু হানিফের নামে হত্যা, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

নূর মোহাম্মদ/ এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।