সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২১

কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক (৭৬) আর নেই।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি... রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ড. মিজানুল হকের ভাতিজা সাংবাদিক ইমরুল হক জানান, ড. মিজানুল হক অনেক দিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন। গত দুই সপ্তাহ আগে অবস্থার অবনতি হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান।

মরদেহ রাতেই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া নামাপাড়া গ্রামে নেয়া হবে। শনিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মিজানুল হক।

নূর মোহাম্মদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।