শ্রীমঙ্গলে ৭ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউরা এলাকার ধানের জমি থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের পরিচালক সজল দেব জানান, এর আনুমানিক ওজন ১০ কেজি। লম্বা প্রায় সাত ফুট।

বিকেলে লাউয়াছড়ায় অজগরটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

আব্দুল আজিজ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।