লাউয়াছড়ায় অবমুক্ত ১৫ গোখরার বাচ্চা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:২২ পিএম, ৩১ আগস্ট ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৫টি সাপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপগুলো উদ্যানে অবমুক্ত করেন।

এসময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানান, দেড় মাস আগে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর উত্তর পল্লী গ্রামের একটি বাড়ি থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করেন।

jagonews24

পরে সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করলেও ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল বেসরকারি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়। ৪৫ দিন নিয়মিত পরিচর্যার পর শনিবার (২৮ আগস্ট) ডিম ফুটে ১৫টি বাচ্চা জন্ম নেয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কৃত্রিমভাবে ১৫টি গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে।

আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।