বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:০২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

বাড়ির পাশের রেইনট্রি গাছের ডাল ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণগড়গাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোলেমান উদ্দিন (১৩) গড়গাও গ্রামের সোলেমান হোসেনের ছেলে। সে গড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকাল ৯টায় বাড়ির পাশের একটি রেইনট্রি গাছের ডাল ভাঙতে গিয়ে অসাবধানতায় গাছের ওপরের বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে গেলে সোলেমান উদ্দিনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক।

মরদেহটি ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য প্রশাসনের অনুমতি পেতে চেষ্টা চলছে বলে জানিয়েছে তার পরিবার।

আব্দুল আজিজ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।