খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদে, ঘরের চাল ও দোকানসহ বিভিন্নস্থানে দেখা মিলছে একটি হনুমানের। খাদ্য ও নিরাপত্তার জন্য এক স্থান থেকে আরেক স্থানে দাঁপিয়ে বেড়াচ্ছে হনুমানটি।

জানা যায়, বেশ কিছুদিন থেকেই উপজেলার বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে, প্রাণের ভয়ে নিজের স্থান পরিবর্তন করছে সে।

শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নিউ মডেল স্কুলের সামনে দেখা যায় হনুমানটি ওয়ালে বসে রয়েছে। কিছু উৎসুক জনতার নানা প্রকার খাবার দিচ্ছে। খিদে পেলে ওয়ালের বা উচু স্থান থেকে নিচে নেমে খাবার সন্ধানে আশপাশে ঘুরে আবারও উঠে যাচ্ছে সুবিধা মত ওপরে।

jagonews24

পৌরসভার সোতাশি গ্রামের আশিনুজ্জামান খান রাতুল জানান, ২৯ আগস্ট হঠাৎ হনুমানটি ওয়াপদা মোড়সহ বাজারের বিভিন্ন স্থানে দেখা যায়। তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে। তবে মানুষের কোলাহলে আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে হনুমানটি।

বোয়ালমারী পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম জানান, ৩০ আগস্ট প্রথম ওয়াপদা মোড়ে দেখা যায় হনুমানটিকে। সে বর্তমানে বোয়ালমারী উপজেলার মহিলা কলেজ মোড়ের একটি গাছে রয়েছে। হনুমানটির জন্য অনেকে রুটিসহ বিভিন্ন ফল খাবার দিচ্ছে।

jagonews24

বোয়ালমারী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আমীর চারু বাবলু জানান, শনিবার সকালে ডাকবাংলো এলাকার একটি সেলুনে ডুকে পড়ে হনুমানটি। এ সময় সেলুনে থাকা লোকজন ভয়ে দৌড়ে পালায়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এন কে বি নয়ন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।