ধামইরহাটে ৬ মাদকসেবী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর ধামইরহাট থেকে ছয় মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বনিহারি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, উপজেলার শিশু গ্রামের মৃত দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮), মোজাফফর হোসেনের ছেলে সাজু খন্দকার (৩১), ভাতগ্রামের আব্দুস সামাদের ছেলে শামিম রেজা (২২), বনিহারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হারুন-অর-রশিদ (৩৫), কুমরইল গ্রামের চন্দ্র তিগ্যার ছেলে রুপচান তিগ্যা (২৫) এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৬)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, র‌্যাব বাদী হয়ে ধামইরহাট থানায় ছয় মাদকসেবীর বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের রোববার জেল হাজতে পাঠানো হবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।