রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিলেট নগরের লোহারপাড়ার ফরিদ উদ্দিন (৫২), তার ভাতিজা চার বছরের শিশু আফিফ উদ্দিন।

jagonews24

আহতরা হলেন- নিহত ফরিদ উদ্দিনের বড় মেয়ে রেজওয়ানা উদ্দিন রিজু (২৪), ছোট ছেলে লাবিব উদ্দিন (৬), ফরিদ উদ্দিনের ভাই কামাল উদ্দিন (৩৫), স্ত্রী রুমি বেগম (৩৪), কামালের বোন লিলি বেগম (৫৫), তার মেয়ে রাবেয়া বেগম (২৪)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভূষণ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস রেললাইন ক্রসিং করছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই ট্রেনের দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত চারজন। তাদের মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল আজিজ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।