নোয়াখালীতে ১৪৪ ধারার মধ্যে মিছিল, পুলিশের লাঠিচার্জ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করায় লাঠিচার্জ করেছে পুলিশ। মিছিলকারী স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থক বলে জানা গেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গণপূর্ত ভবনের সামনে থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষে বিভিন্ন স্লোগান দেয় মিছিলকারীরা।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, কিছু ব্যক্তি মিছিল করার চেষ্টা করেছিলো, পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম জানান, ১৪৪ ধারা কার্যকর করতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬জন র‌্যাব সদস্যসহ শতাধিক পুলিশ নোয়াখালী পৌরসভা এলাকায় কাজ করছেন।

jagonews24

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেন দলটির কেন্দ্রীয় নেতারা। জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া ও নতুন কমিটিকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের নেতারা তিন ভাগে বিভক্ত হয়ে নানা কর্মসূচির ডাক দেন।

সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর পক্ষে তার অনুসারীরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে আওয়ামী লীগ অফিসে সমাবেশের ডাক দেন। একই সময়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে টাউনহল মোড়ে সাবেক উপজেলা চেয়াম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের নেতৃত্বে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর পাল্টা সমাবশের ডাক দেওয়া হয়।

একই স্থানে দুই গ্রুপের কর্মসূচি এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলও একই সময় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌর মিলনায়তনে কর্মী সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

ইকবাল হোসেন মজনু/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।