হত্যাসহ ৯ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে হত্যাসহ ৯ মামলার আসামি আবদুল মান্নান মাতুব্বর (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ময়েনদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আবদুল মান্নান মাতুব্বর পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি হত্যা, পাঁচটি লুট, একটি দ্রুত বিচার আইন, দুটি পুলিশের উপর হামলা মামলার আসামি আবদুল মান্নান মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কাচ আলী জানান, আবদুল মান্নান মাতুব্বর দীর্ঘদিন ধরে পলাতক। গ্রেফতারের পর তাকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।