ভাসানচরের খালে মিললো যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ৩ নম্বর ল্যান্ডিং সাইডের খালের একটি নৌকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে কোস্ট গার্ড ও এপিবিএন সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নৌকাতে মরদেহটি দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।