মৌলভীবাজারে ১ কোটি ৭২ লাখ টাকা অনুদান পেলেন চা-শ্রমিকরা
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলভীবাজারের চা-শ্রমিকদের মধ্যে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এ অনুদান বিতরণ করেন।
সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ৩ হাজার ৪৪৭ জন চা-শ্রমিকের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন সংস্কৃতিসেবীকে ২৫ হাজার টাকা করে ও একজন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। জনগণের স্বার্থ ও বনভূমি সংরক্ষণের লক্ষ্যে জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জুড়ীতেই নির্মাণ করা হবে বঙ্গবন্ধু সাফারি পার্ক।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল প্রমুখ।
একই দিনে অপর এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে শিলঘাট চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াস ব্লকসহ নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এমইউ/ইউএইচ/এএসএম